আমি পবনের মত দুর্বার ,
আমি শনিতের মত ক্ষুরধার !
আমি প্লাবনের মত উচ্ছাস ,
আমি আঁধারে করিনা ত্রাস !
আমি সময়ের তালে ছুটে যাই ,
আমি মেদিনীর মত সহে রই !
আমি জননীর বুকে  শুধাধার ,
আমি দুর্বার ,আমি  ঝংকার  !
আমি পাবক ,করি সংহার ,
আমি ঢেউ কল্লোল চঞ্চল !
আমি সূর্যের মত দীপ্ত ,
আমি চন্দ্রিমা সদা স্নিগ্ধ !
আমি শিশিরে সিন্ধু বিন্দু ,
আমি নীলাকাশে পূর্ন ইন্দু !
আমি উদার নীল অম্বর ,
আমি উন্নত শীর মহীধর !
আমি দিশাহীন পথযাত্রী ,
আমার নেই ভয়,নেই ক্লান্তি !
আমি সবারই সহ যাত্রী ,
মোর নেইভয় ,নেই ভ্রান্তি !


        *******
বিকাল - ৫:২০ মিঃ ,ডেবরা ,
২৪ / ১১ /২০১৬ ,বৃহস্পতিবার ,