স্বার্থমগ্ন তাহারাই ,এইরূপ হয় ,
শয়তানী মনমধ্যে বাসা বেঁধে রয় !
নির্লজ্জ ,দু'কান কাটা ,হ্যাংলা ,হয় যে সদাই ,
রবাহুত ,অনাহুত ,বেহায়া ,হয় তাহারাই !
মনুষত্ব ,বিবেক ,বিবেচনা ,দিয়া বিসর্জন ,
স্থান ,কাল ,পাত্র ভেদ করেনা কখন !
শয়তানের ডিপো তারা সততই  হয় ,
কার্য উদ্ধার কালে ভালো মানুষের অভিনয় !
ছল ,চাতুরী ,কৌশলের করিয়া নাটক ,
স্বার্থ সিদ্ধি হইলেই দেয় যে চম্পট  !
ভুরি ভুরি মিথ্যার  করিয়া আশ্রয় ,
সত্যের হইবেই প্রকাশ , তাতে নাই ভয় !
জানিলে চরিত্র তার বলিবে মিথ্যুক ,
স্বার্থপর ,শয়তানের তাতে নাই ভ্রুক্ষেপ !
নিজ সুখভোগ লাগি আড়ি পেতে রয় ,
কার্য্য সিদ্ধি হইলেই ,তক্ষনি উধাও হয় !
সুখ ,আনন্দ ,ভোগ-বিলাশ ,যখনি যেখানে ,
স্বার্থপর ,শয়তানেরা উপস্থিত সেখানে !
নাহি তাদের মান,সম্মান ,সমালোচনার ভয় ,
স্বার্থপর ,শয়তানেরা এইরূপই হয় !
স্বার্থপর যাহারাই সবাই  ঘৃনার পাত্র ,
যেথায় থাকে তহারা ,সেথাই অপবিত্র !
তবুও তাহাদের  চরিত্র না পাল্টায় ,
সদাইতারা মনে ভাবে , বিশ্ব করেছি জয় !


              ***********
সকাল - ৯:২৫ মিঃ ,কলকাতা
২১ /০৫ /২০১৭ ,রবিবার !