দক্ষরাজ গৃহে যখন 'সতী' প্রবেশিলেন,
'শিবহীন' যজ্ঞ সতী স্ব কর্ণে শ্রবণ করিলেন!
সতীরে হেরিয়া পিতা কটূক্তি করিলে ,
ভিক্ষারিনী ,শিবজায়া ,হেথা কেন আইলে ?
ভাঙ্গড়ভোলা ,হরনাথ ,সদা ভাঙ্গ খায় ,
অলংকার কালসর্প ,অঙ্গে মাখে ছাই !
জটা মধ্যে গঙ্গা তাঁর বহে সারাক্ষন ,
কোটিপরে ব্যাঘ্রচর্ম ,ফণী তাঁর ভূষণ !
দেবতার যাহা উচ্ছিষ্ট ,তাই গিরীশ করেন গ্রহন ,
'নীলকণ্ঠ' নাম তাই কণ্ঠে গরল করিয়া ধারন !
সুগন্ধি দ্রব্যাদি আর সুরভিত পুষ্প ,
ভিন্ন ফুলে পূজে দেব ,যে যাতে  তুষ্ট !
ভূতনাথ সুগন্ধি পুষ্পে না হয় সন্তুষ্ট ,
ধূতুরা ,কলকে,বেলপাতা আর আকন্দ !
শূরের উচ্ছিষ্ট যাহা ,তা' হরনাথের মনোরম ,
পতিত পাবন মহেশ ,জটাতে গঙ্গা করেছেন ধারন !
বোবম্ ব্যোম,বোমকেশ ,হাতেতে ডম্বরু ,
হস্তেতে ত্রিশূল ভোলার সৃষ্টি করেন শুরু !
ভূতনাথ ,ভূতসঙ্গে ,নেচে ফেরে কত রঙ্গে ,
নন্দী- ভৃঙ্গী,চেলা তাঁর ,ঘুরে সঙ্গে সঙ্গে !
এহেন পতি নিন্দা সহিতে না পারি ,
দেহত্যাগ করেন সতী ,যজ্ঞস্থান ভিতরি !


                ********
রাত্রি - ১০:৫৫ মিঃ ,বসন্তপুর
০১/১১/২০১১ ,মঙ্গলবার