মলয় বাতাস বয় জুড়ায় শরীর ,
মন , প্রান ভরে দেয় ,শীতল সমীর !
বায়ু বয় শন্ শন্ ,হাঁটে সবে হন্ হন্ ,
মনে হয় চন্ মন্ , যায় দেখ জনগন !
ওরে মোর যাদুধন , কোলে আয় অনুক্ষণ ,
জড়ায়ে বুকে তোরে ,জুড়াইরে মোর জীবন !
মনের মাধূরী দিয়ে তোরে যে গড়েছি আমি ,
তোর খুশীতে হই যে খুশী ,জানেন মোর অন্তর্যামী !
সৌরভে , সুরভী তে ,আমি যে সাজানু তোকে ,
হেরিয়ে জুড়ায় প্রাণ , শান্তি ভরে আশে বুকে !
ভোমরা আর ভীমরুলে ঘটেছে মিলন ,
স্নিগ্ধ চাঁদের আলো , একি মনোরম !
শুক - শারী ডালে বসে "কৃষ্ণ" গুণ গায় ,
তমাল শাখে "কৃষ্ণকালা"বাঁশীটি বাজায় !
যমুনার শীতল জলে "রাধা"কৃষ্ণরূপ হেরে ,
জল ফেলে জল আনতে "রাধা" চলে অভিসারে !
মেঘ কলো ঝড় বয় , তরুরাজ করে মড়্  ,মড়্ ,মড়্ ,
গুমরি গরজে নভে ,বাজ পড়ে কড়্ ,কড়্ ,কড়্ !
শীতল সমীরে দেহ অবসন্ন প্রায় ,
মলয় বাতাসে ঘুম আয় চোখে আয় !
      
             ********
১৮.১১.২০১৬ , শুক্রবার
     ডেবরা !