এসো ,এসো শ্রাবণ ঝরা ,
তোমার ঝরিয়ে শ্রাবণ ধারা !
তুমি ঝরো ,ঝরো গো অবিরাম ,
তুমি শীতল কর ,করগো আরাম !
তোমার ঝরুক মুক্তোধারা ,
ওগো  শীতল  হোক্   ধরা !
তুমি ঝরগো সারাক্ষন ,
ধারায় শীতল হোক দেহমন !.
তুমি ভিজাও কুঞ্জ - কানন ,
তুমি মুছাও তপ্ত দহন !
তুমি ভরাও মাঠ ,গাঙ ,
চাষীভাই রুইতে যাক ধান !
তুমি নাম ধারায় শ্রাবণ ,
ধরা শান্ত  হোক এখন !


       ******
দুপূর -১:৩০মিঃ ,ডেবরা ,
১৬ /০৬ /২০১৭ ,শুক্রবার !