সবুজে সবুজে ঘেরা ,আমার অবুঝ মন ,
আকাশের নীল আঙিনার করে বিচরণ !
ঐ আঙিনায় থাকে যেথা সঙ্গী সাথীগন ,
সেথায় গিয়ে ,তাদের সাথে করবে আলাপন !
সঙ্গী সাথী নেইকো সেথা ,নীলাম্বরের মেলা  ,
শুধুই ভেসে বেড়ায় হোথা সাদা মেঘের ভেলা !
ভেলায় চড়ে যাবে সে যে , সেই সে পরীর দেশে ,
ঘোড়ায় চড়ে রাজপুত্তুর মেলে ,সেই নিশানায় এসে !
সেজে গুজে পরীরা সব করছে আনচান ,
সানাই বাজে ,বাজনা বাজে ,বাজতেছে সায়ড্রাম !
রাজপুত্তুরের , পরীর সাথে হবে বিয়ে যেরে ,
নিমন্ত্রিতেরা সেজে গুজে আসছে বিয়ের বাসরে !
মন্ডা ,মিঠাই ,কোপ্তা ,কাবাব ,আরও কত খাবার ,
দই ,চাটনি ,পাঁপড় ,আছে শেষ পাতে সবার !
বিয়ের শেষে রাজপুত্তুর ,পরীরানীকে নিয়ে ,
আসছে ফিরে , নিজের বাড়ী সানাই বাজিয়ে !
রাজপুত্তুর আসছে ফিরে সাতমহলার দিকে ,
তুবড়ী জ্বলে ,পালকী  দুলে ,ছয়  বেহারার কাঁধে !
ঘুম ভেঙে  তাকিয়ে দেখি ,বিছানায় শুয়ে আমি ,
বিয়ে বাড়ী ,ভোজ বাড়ী ,স্বপ্ন দেখি ,নিশি-যামিনী  !


                  ***********


বিকেল - ৪:৪৫ মিঃ ,কলকাতা
২৭.০৪.২০১৭ ,শুক্রবার !