ওহে .সুন্দর মরি মরি
            একি  অপরূপ রূপ নেহারি ,
আছে মোর অন্তরে সুবাস ,
              মন মোর হয়েছে উদাস  !
বাউল মনটি আমার গান গেয়ে
                গ্রামের মেঠো পথটি বেয়ে ,
বিলিয়ে দিয়ে গানের মধূর
                 মনটি আমার হয়েছে বিধূর !
গানের সুরে হয়ে মগন
                  গোধূলি বেলায় লাগল ফাগুন ,
সাঁঝে জ্বালায় সাঁঝের বাতি
                   ভরিয়ে দিল সন্ধ্যারতি !
ভক্তিগীতি রসের মেলায়
                    মন বসে যায় সাঁঝের বেলায় !
ওগো সুন্দর তোমায় নমি
                     সুন্দর মম সতত তুমি ,
তোমার লাগি আঁখি ঝুরে
                   সদা ভাসি অশ্রুনীরে !
উদাস বাউল গান গেয়ে গেয়ে
                       মন উদাস সূর্য্যস্নাত হয়ে ।
মন যে আমার যায় যায় ভরি,
                        ঐ সুন্দর রূপ নেহারি ,
শান্ত ,সৌম্য ,মূর্ত্তি তাহার ,
                 প্রশান্তিতে ভরে যায় মন যে আমার।
তোমারে নেহারি যেগো
                এ মন নাহি ভরে ,
তোমারে না হেরিলে ,
                মম হৃদয় বিদরে ।
মনেহয় জনম জনম ধরি ,
                অপলকে ঐ রূপ নেহারি ।


              *******
বিকেল  ৫ :৪০ মিঃ,কলকাতা
১৬ /০৫/২০১৭ ,মঙ্গলবার