আ়য়রে কৃষক , আয়রে মুটে ,আয়রে মজুর ভাই ,
হাতে হাত ধরে ,কাঁধে কাঁধ দিয়ে ,মা'র জয় গান গাই !
হাঁড়ি ,চন্ডাল ,মুচি ও মেথর  ,ভেদা -ভেদ কিছু নয় ,
একই মায়ের সন্তান মোরা গাই মায়েরই জয় !
হিন্দু ,মুসলিম ,বৌদ্ধ ,জৈন ,শিক্ ,পারশিক্ ,একই জন্মভূমি ,
এসো  ভাই মোরা একই সাথে মায়ের চরণ চুমি !
এই  মাটিতেই  জন্ম মোদের ,মৃত্যু  এই মাটিতেই ,
দেহ অন্তে , পঞ্চভূতে মিশে যাবে ,বাংলার মাটিতেই !
এই মায়েরই অন্ন ,জলে ,পালন হয়েছি মোরা ,
এই  মাটিতেই  জন্ম  নিলেন ,নদের  নিমাই ,গোরা !
রামকৃষ্ণ ,বিবেকানন্দ ,স্যার আশুতোষ ,লালন আর কবীর ,
জগদ্বীশ চন্দ্র ,সুভাষ চন্দ্র ,জন্ম হ'ল কামিনী রায় ,নজরুল,রবীর !
এই মাটিতেই জন্ম নিলেন  অহল্যাবাঈ,যোধাবাঈ ,
কৃষ্ণ নামে মগন হয়ে পাগলিনী মীরাবাঈ  !
রামপ্রসাদ ,বামাক্ষ্যাপা , সাধক কমলাকান্ত ,
কবি কঙ্কন ,মুকুন্দরাম ,দেশভক্তির লাগি  অনুরক্ত !
এই মাটিতেই মসনদ্  সিরাজের ,বাবরের ,
গয়াসুরের বুকে, চরণ চিহ্ন আঁকা ,শ্রীকৃষ্ণের !
এই মাটিতেই মহান্ তীর্থ পুরীধাম ,কাশীধাম ,
মহাক্ষেত্র ভূমি ,এখানেই ,কুরুক্ষেত্র নাম !
এই মাটিতেই বহিয়া চলেছে গঙ্গা ,গোদাবরী ,শতদ্রু,বিপাশা ,
কৃষ্ণা ,কাবেরী ,কংসাবতী ,সুবর্ণ রেখা ,তিস্তা ও তোরসা !
জীবনানন্দের রূপসী বাংলা ,নজরুলের বাংলাদেশ ,
রবিঠাকুরের সোনার বাংলা ,শস্য শ্যামলা সবুজদেশ !
এই মাটিতেই আছেরে ভাই মক্কা মদিনা ,
এই মাটিতেই জন্ম ছিলেন বৌদ্ধ ,মহাবীর ,খৃষ্ট ,মেরী মা !
এই মাটিতেই  বেজেছিল বাঁশী ,রাধা নামে কৃষ্ণের ,
রাখাল হইয়া চরাইত ধেনু ,গোপাল গোষ্ঠের !
এই মায়েরই কোলে জন্মে ছিলেন ,সীতা ,সাবিত্রী ,দময়ন্তী ,
এই মাটিতেই ব্যাধের কুটীরে আবির্ভুতা স্বয়ং চন্ডী !
এই মাটিতেই রামচন্দ্র ,গুহক চন্ডালে  জড়ায়ে ধরেন বুকে ,
এই মাটিতেই বাল্মিকী মুণি ,রচেন রামায়ণ সুখে !
এসো ভাইসব ,সবে মিলে আজ গাই বাংলার জয় ,
কোন শত্রু কে করিনাকো ভয় ,আজ মোরা নির্ভয়  !
মুচি ও মেথর ,শুচি কি অশুচি ,সবে মিলি এক ঠাঁই ,
ভেদা  ভেদ আজও কেন কর ,সবে মোরা ভাই ভাই !


                      **********
২৮.০৪.২০১২ , শনিবার  !