ভোরবেলা ঐ জেগে শুনি প্রভাত পাখীর গান ,
সারেঙ্গীটা  সুর তুলেছে ,ভৈরবী ঐ তান !
মুক্তো হয়ে রবির আলো ,পড়ছে যেন ঝরে ,
ফুলগুলো সব উঠল হেসে ,ভোরের আলো পড়ে !
ঘাসের উপর রৌদ্র যেন করছে ছুটাছুটি  ,
রোদের  সোনা গায়ে মেখে করছে লুটোপুটি !
ঢলঢলিয়ে মেঘেরা সব রৌদ্র  মেখে গায় ,
মৌমাছিরা গুনগুনিয়ে ,ফুলের মধু খায় !
ভ্রমরেরা উড়ছে সেথা পরাগ রেনু মেখে ,
আনন্দেতে ভরল যে মন ,ঘুম থেকে ঐ জেগে !
নবীন পাতায়রোদ ছড়িয়ে করছে যে চিক্ চিক্ ,
নদীর জলে ঢেউ তুলে যে ,করতেছে ঝিক্ ঝিক্ !
প্রজাপতি পরাগ রেনু লুটে নিল সব ,
অলিরা সব গুঞ্জে গুঞ্জে করে মহোৎসব !
বাইরে থেকে  মায়ের গলার আওয়াজএলো তখন ,
ওঠো সোনা --,তাকিয়ে দেখ ,ভোর হয়েছে এখন !


                ***********
সন্ধ্যা - ৭:২৫ মিঃ ,কলকাতা
২৯ /০৫ / ২০১৭ ,সোমবার