মনের অবলোকনে লোকানো
শিশিরধৌত মটরশুঁটির স্বপ্ন,
আমের বেড়ে চলা বৈশাখী ঝড় অপেক্ষা
বর্ণহীন রংধনুর চেতনাশূন্য বিবর্ণ রঙ
এলোমেলো চুলে দুলেছে কাশফুল শরৎকাল
পড়েছিলাম সকালের দুর্বাবন পেরিয়ে
সিমের পাতায় লেখা ঘন কোয়াশার চিঠি। 


ঠিকানাহীন চিঠি এসেছিল দক্ষিনের জল হয়ে
ভৈরবের বুক ছুয়ে জলকন্যার খেয়া ধরে
আমাদের গ্রামের সবুজবাগ
চাদরে লুকিয়ে মুখ দেখেছি গোপনে
সিমের পাতায় লেখা ঘন কোয়াশার চিঠি