আবার আসবে সেদিন
যেদিন সুখের মাঝি নাও ভিড়াবে পাড়ে।
সেদিন বলবে মাঝি
চল, ওরে, ওঠে পর,
নাড়ির বাঁধন ডাকছে তোরে।
ও প্রবাসী, এবার দে না হাসি,
চোখের জল ফেলনা ঝেরে।
ওরে! এলাম যে  তোর নদীর পারে।
থাকিস না আর চুপটি মেরে।
জীবনটা যে এক বাঁচার লড়াই
কদিন না হয় গেলি লড়ে।
আবার যে তোর সময় হল
ও, প্রবাসী দে না হাসি
ওঠে পর জলদি করে।
নিয়ে যাবো প্রাণের তরে।


আমাদের কবিতা আসরের হেলাল দাকে (মহিউদ্দিন হেলাল) উদ্দেশ্য করে।