মায়ের চোখে সেদিনও জল ছিল
যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম।
না না সেদিনের জল ছিল,
অতি আনন্দের।
মা সেদিনও কেঁদেছিল,
যেদিন আমি প্রথম মাটিতে
আছড়ে পরেছিলাম।
মা সেদিনও কেঁদেছে,
যেদিন আমি না বুঝেই ভুল করেছিলাম।
মা সেদিনও কেঁদেছে,
যেদিন আমি প্রথম মাকে ছেড়ে
দূরের পথে পাড়ি দিয়েছি।
মা আজও কাঁদে,
আমি মায়ের জন্য কেবলই কান্না।
Sorry মা,
আমি তোমায় কিছুই দিতে পারিনি ।
জন্ম থেকে শুধু কান্নাই দিয়েছি।
দোয়া কর মা,
একদিন তোমাকে অনেক অনেক
হাসি এনে দেবো।
তোমার মুখ উজ্জ্বল করবো,
তোমার স্বপ্ন পূরণ করবো।
কেমন জেনো বুকের মধ্যে মোচড়
দিয়ে উঠলো,
ওমা, মা তুমি কি সেদিনও হাসবে না।
না কি সেদিনও তুমি কাঁদবে
তোমার ছেলের বিজয় দেখে।