তোমার অট্টলিকায় বাসা
আমার খড়ের ছাউনি ঘর,
তোমার সুখ পিয়াসি মন
আমি হলাম যাযাবর।


তোমার বাড়ির ভিতর বাহির
চাকচিক্য আলো,
আমার ঘরে সন্ধ্যে হলেই
আর থাকেনা আলো।


তোমার বাড়ির আঙ্গিনা জুড়ে,
মস্ত বড় মাঠ,
আমার কেবল ইচ্ছেপূরণ
হয়না খেলার পাঠ।


তোমার বাড়ির সকলেই
সুস্বাদু খাবার খায়,
নুন আনতে পান্তা ফুরায়
আমার বেলা যায়।


বাড়িয়ে দু'হাত এগিয়ে আছো
বন্ধু হবে বলে,
মনের মাঝে ভয়েরচিহ্ন
লুকাই চোখের জলে।


প্রশ্ন ছুড়ি তোমার কাছে,
ক'দিন থাকবে তুমি,
উত্তরেতে বলেছ আমায়
তোমার মাঝেই আমি।


১০/৫/২০১৮ সময় ১:৪৮