আমার ভিতরে কি যেন অঙ্কুরিত
ফসল জন্মেছে,
ফুলে ফুলে ভরে গেছে মৌ-বন,
না জানি কি বীজ বপন করেছে,
কোন এক নাম না জানা মালী।


আমি কখনো দেখিনি তাকে,
কোনো এক  ভরা পূর্ণিমার রাতে স্বপ্নের ঘোরে,
কে এলো চুপিসারে,
আমি চিনিনা তারে।


কে এঁকে দিলো, এমন মায়াবী আল্পনা,
যেন রাঙ্গিয়ে দিল সাদাকালো জীবনকে,
কোনো এক, শিল্পীর রঙ তুলির আঁচড়ে।


আলো-আঁধারির মাঝে,
এ কোন খেলায় মেতেছি আমি,
চারিদিকে শুধুই বসন্তের হাতছানি,
এ যেন এক অপরিচিতা অন্য আমি।


কিশোরী যেমন চঞ্চল,
উচ্ছল থাকে ঠিক তেমনি।
অচেনা লাগে আমাকে,আমাতেই
অসম্ভব ভালোলাগা ছুঁয়ে যায়।


এ জীবন যেন চিরসবুজ,
এ সবুজের কি নাম,  আমি জানিনা,
তবে বুঝিতে পারি, এ যেন অন্যরকম,
বসন্তের ছোঁয়া।


২৫/১২/২০১৭ সময় রাত ৩:৫৮