বয়সের ভারে এখন আর কলমটাও ধরতে পারিনা
চোখ দু'টো ঝাপসা হয়ে যায়।
দেখতে দেখতে পেরিয়ে গেলো সবটা সময়,
এখন শুধু মৃত্যুর অপেক্ষায় কাটে প্রহর।
শরীরে ভাজ পড়েছে কুঁকড়ানো চামড়ার,
নিজের কাঁপা কাঁপা হাতেই স্পর্শ করি অন্য হাতের চামড়া, আর মনে পরে এই তো সেদিন দাদুর হাত নিয়ে এমন করে খেলতাম।
আজ আমাকে নিয়েই খেলার সময় হয়েছে,
আজ আমি বৃদ্ধা হয়েছি।


২০/১/২০১৮ সময় সন্ধ্যা ৫:৫৭