চারিদিকে অন্ধকার শুনশান নীরব,
তবুও কানের মাঝে কেমন যেন অশরীরী
একটা কান্নার শব্দ অবিরত বেজেই চলেছে, মন দিয়ে  অনুভব করার করছি।
হয়তো দূরে কোথাও কেউ কাঁদছে।
কে;কে সে?


কান পেতে বাতাসে গভীর ধ্যানে ধ্যানরত হয়ে বোঝার প্রয়াস করছি।
কে সে, সে কি মানবী?
নাকি কোনো অতৃপ্ত আত্মা।
কান্নার মাঝেও যে এতো দরদ থাকে
আমি জ্ঞাত ছিলামনা আগে,কত কিছুই এখনো অজ্ঞাত ক্ষুদ্র এই নশ্বর জীবনে।
খুব , খুব মায়া লাগছে তাঁর জন্য।
কে, কে সে?


আমি শত চেষ্টা করেও কিছুতেই তাকে খুঁজে  পাচ্ছিনা,দেখা হবেনা  হয়ত পোড়া দুনয়নে।
আর একটু এগিয়ে যাবো কি?দ্বিধান্বিত মন,ক্ষণ জুড়ে ভাবনা।
এত ঘন তিমিরে কোথায় সে মানব/মানবী লুকায়িত।
আমি  খুঁজছি তাঁকে এখন ব্যকুল চিত্তে,তীক্ষ্ণ দৃষ্টিতে।


নাহ,, সব চেষ্টা যেন বৃথা গেলো,
অন্ধকার হাতড়েই শূন্য হস্তে ফিরে এলাম ঘরে।
এখন মনে হচ্ছে,
কান্নার শব্দ টা বুঝি আরও বেড়েই চলছে।
নিজকে নিজের
খুব কাছে আসার পরে বুঝতে পারলাম,
এ যে আমার মনের  আকাশের হঠাৎ বৃষ্টি।