আবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে
আবার অস্ত্র হাতে নেয়ার সময় হয়েছে।
তোমরা নীরব কেন?
কেমন করে সইছ তোমরা
ঐসকল মানুষের উপরে অত্যাচার,
তোমাদের কি একবার ও অন্তর কাঁপে না?
আমি ধর্ম বুঝিনা,
আমি জাতি বুঝিনা,
আমি শুধু বুঝি ওরা মানুষ।
আমি জানি আমার সকল শক্তি দিয়ে
ওদের বাঁচাতে হবে।
আমি পথ চিনি না,
তোমরা আমাকে পথ দেখাও।
আমি একাত্তর দেখিনি।
দেখিনি হায়নাদের বর্বরতা।
আমি আজ দেখছি,
কিছু মানুষ রুপি জানোয়ার,
যাঁদের কোন মায়া মমতা বলতে কিছুই নেই,
তারা শুধুই একদল পাপী।
আর তাদেরই দলে আমিও একজন,
চোখকান বিহীন ভাস্কর্য।
ধিক্কার আমার আমি কে
আমি এখনো দাবী করি আমি মানুষ।