তোমার কথা মনে হতেই চোখের কোণে জল আর বেঁধে রাখতে পারি না,
যদিও জানি তোমার কোথাও আমি নেই।
এ কেমন বাঁধন বলতো, কিছুই নেই
তবুও মনে হয় কিছু একটা আছে
যা আমাকে এখনো ভাবায়।
এখনো মাঝ রাতে হঠাৎ চমকে আমার ঘুম ভাঙ্গে
জানালার গ্রিল ধরে আকাশ দেখার চেষ্টা করি।
জানো তো শহরে আকাশের দেখা মেলে না,
তবুও বৃথাই চেষ্টা করি,
আর মন কে বোঝাই এই বলে
তুমি আমি তো একই আকাশের নিচে আছি।
মনে পড়ে কি,
তোমার সাথে প্রথম পরিচয়টা ছিল একটু অন্যরকম,
সবাই বলে কান্না দিয়ে যে সম্পর্ক শুরু হয়
সেই সম্পর্কগুলো নাকি অনেক মজবুত হয়।
আমিও তাই বিশ্বাস করতাম,
তবে আজ কেন জানি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে একটা প্রশ্ন আসে।
তোমার আমার সম্পর্ক তো কান্নারি ছিল
তবে তা কেন ভেঙ্গে গেলো এত সহজেই।
জানো, আজ আমি ইচ্ছে করেই রাত জাগি,
মুঠো ফোন হাতেই রাত্রি জেগে থাকি
মাঝেমাঝে ঘুমের জড়তা আমাকে জরিয়ে ফেলে
আমি ঘুমিয়েও যাই, কিন্তু কি জানো?
ঘুম তো আমাকে ঘুম পাড়ানোর জন্য আসেনা।
আসে আরও একটা নির্ঘুম রাত উপহার দিতে।
হঠাৎ চমকে ঘুম ভেঙ্গে আরও
একটা দুঃস্বপ্ন দিতে।
যা কিছু ভয় পাই তার সাথেই চলছে লড়াই।
মাঝেমাঝে ক্লান্তি আমাকে ঘিরে ফেলে
বুকের ভেতর থেকেই একটা দীর্ঘশ্বাস আসে
নিজেকেই প্রশ্ন করি এভাবে আর কতদিন?