বিধি এ কেমন তোমার  লীলাখেলা,
ভাঙো আর গড়,
আগুনে তুমি পুড়িয়ে মারো,
পানিতে ঠাণ্ডা কর।


অভাগীরে তুমি ঘরছাড়া কর,
অসতীরে দাও রাজ্য,
ধনীরে তুমি ঢের দিয়েছ,
গরীবের মিলেনা ন্যায্য।


পরীক্ষা যত সাধুর বেলায়
ছাড়পত্র পায় চোরে,
মহাজনের আছে মোটা ভুঁড়ি
পথের শিশু না খেয়ে মরে।


কেমন তোমার হিসাব বিধি,
পাইনা খুঁজে মিল,
অংকে কাঁচা, হিসাব সোজা
তবুও গড়মিল।


৬/৩/২০১৮ সময় রাত ৪:১৫