নীলা     : কেমন আছো
আকাশ : ভালো আছি , তুমি?
নীলা     : এখনো কি আগের মতো রাত জাগো?
আকাশ : হঠাৎ এমন প্রশ্ন কেন?
নীলা     : চোখের নিচে যে কালো দাগ পরে গেছে?
আকাশ : তাই নাকি; কই কেউতো আমায় বলেনি এমন কিছু।
নীলা     : কেন এমন পাগলামি করছ?
আকাশ : কি বলছ তুমি,
আমার ভালোবাসাকে ভালোবাসি আমি,
এটা কি পাগলামি?  তুমিই বলো?
নীলা     : তুমি বুঝতে চেষ্টা করো, যা গেছে তা আর ফিরে পাবার নয়।
আকাশ : আমার তো মনে হচ্ছে তুমিই পাগলি হয়ে গেছো, আমি তোমাকে এখন আর চাইনা, আমি শুধুই আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই।
নীলা     : আমার চোখের দিকে তাকাও, অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছ কেন?
আকাশ : ও-চোখে নিজেকে হারাবার ভয়ে।
নীলা     : ও-ও আচ্ছা, একবার নাহয় ভয় পেতেই দেখো আমাকে।
আকাশ : তাকাতে হবে না। বলো তুমি,আমি শুনছি।
নীলা     : আহ দেখোই না একবার।
আকাশ : আমি যে মৃত, তোমার চোখে আমায় দেখা যাবে না। তুমি ফিরে যাও।
নীলা     : আহ, একটিবার তাকালে তো আর, নতুন করে প্রেমে পড়ে যাবে না,তাই না?
আকাশ : কেন আবার স্বপ্ন জাগাচ্ছ? প্লিজ তুমি ফিরে যাও।
নীলা     : কথা দিচ্ছি চলে যাবো,( মুখের উপড় থেকে হিজাবটা তুলে নিয়ে বলল )তুমি শুধু একবার আমার দিকে চেয়ে দেখো।
আকাশ : একি?  
নীলা     : কি হয়েছে তোমার? ভয় পেয়েছ?
আকাশ : আহ্ বাজে কথা রাখো, কি হয়েছে তোমার? তোমার চেহারা এমন হলো কি করে?
নীলা     : সেকথা না হয় নাই বা শুনলে।
এবার বলোতো আমায় দেখে কি তোমার একবার ও ভালোবাসার সাধ জেগেছে?
আকাশ : আমি তো কখনওই তোমার রূপ দেখে ভালোবাসিনি। আজ কেন এমন প্রশ্ন?
নীলা     : তুমি সুন্দর, তুমি স্বচ্ছ, আমি যে নগণ্য
বিদঘুটে আজ এসিডেই হলাম দগ্ধ।


১০/২/২০১৮ সময় রাত ৪:৫০