মা গো জন্ম থেকে দেখে এসেছি,
মলিন মুখে হাসি।
চার ভাই আর তিন বোনের সংসারে
ছিলে তুমি,
নানুর মুখে শুনেছি তোমার গল্প,
কখনো নাকি জোর করে কিছু চাইতে না।      
অনেক সময় ছোট ভাই বোনকে,
নিজের খাবার তুলি দিয়েছ।
কখনো মুখটি আঁধার রাখোনি।
মাগো বাবার বাড়ি ছেড়ে দিয়ে
এলে শশুর বাড়ি,
এ ঘরে ও মা কাকু ছোট,
তোমার ভাইয়ের মতই।
এখানেও মা ভাগ হয়েছে,
তুমি হাসি মুখে বলেছ,
ও তো আমার ছোটই।
ওর মুখের হাসি তোমার কাছে দামী।
তুমি যে আমার মা।
আমার জন্য কতো কিছু,
তুমি নিয়েছ হাসিমুখে মেনে,
আমার ছিল নানান বায়না,
শত কষ্টেও পূরণ করেছ তুমি।
মাগো তুমি শ্রেষ্ঠ মানবী
তুমি মহান,
আমার সকল প্রেরণা তুমি।
তোমার থেকেই শিখেছি,
সুখ তো নয় ভোগে
সুখ রয়েছে ত্যাগে,
এটাই আমি মেনেছি।