কে আপন
-----ডলি পারভীন


প্রশ্নটা অনেক কঠিন,
চোখের কোণে জল'ও চলে এলো,
আসলে সত্য বলতে, ভালোবাসার অভাব।
একজন জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ  দিলে অন্যজন হয়ত বুঝার চেষ্টা করে,
আসলেই বুঝি সে আমায় ভালোবাসতো।
যাকে শুধু বুঝানোর জন্যই আমার জীবন গেলো, অথচ বেঁচে থেকে তার শুধু
অবহেলাই পেয়েছি আমি।
যাকে আপন ভেবেছি সে তো
পরের মতোই আচরণ করলো,
রাস্তায় পরে থাকা মানুষ'ও
যদি যন্ত্রণায় কাতরায়,
তার দিকেও কেউ না কেউ
মায়ার দৃষ্টি দেয়।
আর সে,
সে তো আমার আপনজন।
তবে তাঁর আপন আমি নই,
তাইতো অবহেলায় পড়ে রই।
নিজেকে'ই নিজে বলি,
ওরে আমার পাগল মন
আপন আপন কইরা রে তোর
গেলো সাধের জীবন।


১/১১/২০১৭