নীলা: আমায় ভালোবাসো?
আকাশ:বাহ্ এতদিন পরে আজ আবার জানার ইচ্ছে জাগলো কেন মনে?
নীলা: বলোনা।
আকাশ : জানো না?
নীলা: হুম জানি, আবার বলো।
আকাশ: যদি বলি না ,তাহলে কী ধরে নিবে, ভালোবাসি না?
নীলা: না, তা নেবো কেন।
আকাস: ভালোবাসি, বললে কি হবে?
নীলা: আর এক নতুন কাব্য হবে,
তোমার ভালোবাসার ছোঁয়ায়।
আকাশ: আমি যে বিরহ লিখি।
নীলা: তাতে কি, আমি তো প্রেমী।
আকাশ: হুম, কেমন করে লিখবো? কাব্য।
নীলা:প্রেম আর বিরহ দুজন পাশাপাশি ই থাকে।
কেউ কাউকে ছেড়ে নয়।
আকাশ:বাহ্, দারুণ বলেছ।
নীলা:তোমার ভালোবাসা পেয়েই।
আকাশ: তাই, খুব ভালো।
নীলা: হ্যাঁ।