চোখের সামনে ঘুর ঘুর করা মানুষটা
এক সময় তোমার কাছে
বিরক্তিকর মনে হতো।
তার বারবার তোমার খোজ করা,
তুমি খেয়েছো কি না,
ঘুম থেকে উঠেছ কি না,
তোমার শরীর সুস্থ আছে কি না,
এইগুলো তোমার কাছে মনে হতো আজাইরা পেঁচাল।
তুমি বুঝতে চাওনি আমার ভূবনে তুমি ছাড়া আর কেউ ছিল না।
অবহেলায় ফিরিয়ে নিয়েছ মুখ,
আমি রক্তাক্ত হয়েছি বারবার,
তবুও বারবার তোমাকেই ডেকেছিলাম,
তোমার ভালোবাসার সাগরে পরে গিয়েছিলাম আমি।
কোন কূল কিনারা খুঁজে পাচ্ছিলাম না,
তুমি ছিলে আমার এক মাত্র তরী,
যে আমাকে কিনারায় আনতে পারতো।
কিন্তু না তুমি আমায় কিনারায় না এনে অবহেলা করে সাগরের আরো গহিনে ফেলে দিয়েছো।
তুমি কী ভুলে গিয়েছিলে আমি ও একটি মানুষ,
তুমি ভালবাসার নেশায় মাতাল হয়ে গিয়েছিলে।
এই পার ওইপার দুই পারে ছুটেছ ভালবাসার আশায়।
আমি যে সাগরে ছিলাম তোমার চোখেই পরে নি,
আজ আমি খর কুটো নিয়ে বাচতেঁ শিখেছি।
আজ কেন তোমার চোখে জল..?