আমি ছিলাম পথে চলতে নর্দমার কাদার ন্যায়,
তুমি পথিক বেখেয়ালে পাথর ছুড়েছ আমার গায়। আমি ব্যথিত হয়েই ছিটকে গিয়ে পড়েছি তোমার কাপড়ে,
ভুল টা কার ছিল জানিনা, তাইতো কেঁদেছি অঝোরে।
তুমি বিশুদ্ধ সরবরে অবগাহন করে নিয়ো সমস্ত অঙ্গ।
পাছে আমার অযাচিত ভুলে লাগেনা যেন তোমার
গায়ে কলঙ্ক।