আজকাল কেমন যেন হয়ে গেছি
ইচ্ছে করেই ভুল করি,
আর অপেক্ষা করি,
এই বুঝি তুমি এসে
বলবে কি হচ্ছে কি এসব।
এটা কেন করেছো,
এটা এমন নয়,
ওটাই বা নিয়েছো কেন,
নানান প্রশ্ন থাকবে।
তোমার সেই মিষ্টি মাখা বকুনিতে,
শাসন থাকবে সেই প্রশ্নের মাঝে,
কখনো বা আদর জড়ানো কন্ঠে
বলবে ধুর পাগলি ওসব কিছু না।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
আশ্চর্য কি জানো,,?
আমি প্রতিদিন ভুল
করি ইচ্ছে করেই ভুল করি।
তুমি আসবে বলেই ভুল করি।
আজ আমার ভুলের পাহাড় হয়ে গেছে
অথচ তোমার ফেরার সময় হলো না।
তবুও কেন জানি বিশ্বাস টা অনড়
মন বলে তুমি আসবে,
আমার ভুল গুলোকে
আপন করে নিতে।
না তোমার আর ফেরা হলো না।
আজ আমার ভুল গুলোকে
হাতিয়ার বানিয়ে'ই আঘাত করছ।
আজ আমি সত্যি সত্যি
ভুলে ভুলে জর্জরিত হয়ে গেছি ।
তবুও তোমার ফেরার সময় হলো না