বিষণ্ণতার ছোঁয়া থাকে প্রতিটা লাইনে,
তবুও বলো লিখতে।
জানো কি তুমি, হৃদয় কাঁদে,
কাব্যের ভাষা শিখতে।


কেউ আমার জীবনী ভেবে নেয়,
কেউ বা ডাকে কবি।
আমি শুধুই খুঁজে ফিরি
অচেনা কিছু ছবি।


প্রশ্ন ছুড়ে জানতে চায় কেউ,
কি সেই শূন্যতা,
নীরবতার মাঝেই খুঁজি আবার
কোথায় আছে পূর্ণতা।


সকাল গড়িয়ে সন্ধ্যে নামে,
নির্ঘুম কাটে রাত্রি,
আমি এক পথহারা  পথিক,
অচেনা পথের যাত্রী।


২/৭/ ২০১৮ সময় রাত ৮:১১