সেই ছেলেটি..
বহু বছর আগে জন্ম নিয়েছিল
একটি ছেলে দুঃখিনীর ঘরে।
মায়ের চোখে ছিল নানান স্বপ্ন,
ছেলে আমার বড় হবে।
একদিন মানুষ হবে।
মায়ের মুখে থাকবে সুখের হাসি।
আমাদের নোংরা পরিবেশ
কিছু চেনা মুখের আড়ালে অচেনা মানুষ, ছেলেটাকে আর মানুষ হতে দিলো না।
ফুল কুড়ি ফোটার আগেই
ঝরে গেলো অকালেই।


সেই ছেলেটি..
নানা রঙের স্বপ্ন বোনা মায়ের চোখ
মায়ের স্বপ্ন বুঝি আর পুরণ হলো না।
মায়ের চোখে মুখে আজ শুধুই কান্না,
মা যে জনম দুঃখী ছেলেটাই তার একমাত্র অবলম্বন।
আজ নিকোটিন ছেলেটাকে কেড়ে নিয়েছে
মায়ের স্বপ্ন থেকে। আজ মা খুব ক্লান্ত।


সেই ছেলেটি..
যে ছিল বাবার একমাত্র আশার প্রদীপ।
আজ বাবা এক দীর্ঘশ্বাস নিয়ে পথ চেয়ে আছে, ছেলে ঘরে ফিরবে বলে।
ওই যে ইয়াবা নামক যে মরণ খেলায় মেতেছে ছেলেটা সে কি আর ঘরে ফিরবে?
কত জীবন ধ্বংস করে দিলো নিকোটিন আর ইয়াবা নামক মরণ বিষ।
সাথে হাজার ও মা, বাবার স্বপ্নের
হয়েছে অকাল মৃত্যু।