তোমাকে আজকাল বড্ড বেশি অচেনা মনে হয়, কেন জানি মনে হয় অনেকটাই বদলে গেছো তুমি। আমার আগমন তোমার কাছে আজকাল খুব বেশি তেতো মনে হয় তাইনা?


তোমার মন রাঙ্গানো আমার বুঝি হলো না,
আজ আমিই তো ধূসর রঙ্গে মিশে গেছি।
আমার সাদাকালো জীবনে নিজেকে জড়িয়ে কী লাভ বলো? তুমি জানো? আমার খুব ইচ্ছে করে পুরোনো সেই তুমি টাকে ফিরে পেতে, ভাগ্যের কি নির্মম পরিহাস তোমাকে, আমাকে আজ কেমন অচেনা করে দিলো।


জানি হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনওই ফিরে পাওয়া যাবেনা, তবু তোমার সাথে কাটানো কিছু স্মৃতি খুঁজে পেতে আবার এসেছি সেই পুরোনো যায়গায়টাতে।


সবকিছু সেই আগের মতই আছে শুধু নদীতে পানি নেই, নদীর বুকে ছোট ছোট চরের মতো জেগেছে। নৌকাগুলো নদীর মাঝখানে পদ্মফুলের মতো বাঁধা। চারিদিকে চোখ বুলাই সবকিছু ঠিক আগের মতই আছে শুধু ওইটুকু ছাড়া।


হিম হিম বাতাস আছে,
বাতাসে নদীর ছোট ছোট ঢেউয়ের সাথে জলের ঝংকার আছে, কুয়াশায় ঢাকা ব্রিজটাও দেখা যাচ্ছে তবুও কেমন শূন্যতা আমাকে আঁকড়ে ধরেছে। সবকিছু আছে শুধু তুমি নাই কাছে।


বুকের ভেতর কেমন হাহাকার করে তোমার বদলে যাওয়ার মূলে যে আমি, মন কিছুতেই মানতে চায় না। প্রকৃতিকে চিৎকার করে প্রশ্ন করেছি কেন এমন হয়? উত্তর মিলেনি। অশ্রুসিক্ত নয়নে ফিরে এসেছি এটুকুই শান্তনা ছিল, ভাগ্য সে যে বদলাবার নয়।


৯/২/২০১৮ সময় সন্ধ্যা ৭:২৪