পথিক : ছুটছ তুমি তোমার মতই দাঁড়াওনা
          দু'টো কথা বলে যাই,


শ্রমিক : না রে মনা, হচ্ছে দেরী
          সময় যে বেশি আর হাতে নাই।


পথিক : যাচ্ছ কোথায়? তাড়া কিসের?
          হাঁটছো কেমন দৌড়ের মতই।


শ্রমিক : সময় যে যায় নিজের মতই,
          পাইনা ধরতে দৌড়াই যতই।


পথিক : পাড়ার লোকে কানাকানি
          করছে কেন তোমায় নিয়ে?


শ্রমিক : বলুক ওরা ওদের মতোই
নিন্দুকেরা নিন্দাকরে মিথ্যে কথা যায় রটিয়ে।


পথিক : কিসের টানে ছুটছ তুমি
          রাজপথের ওই মধ্যদিয়ে?


শ্রমিক : কর্মজীবন সময় বাধা,
          যাচ্ছে কেমন পাল্লা দিয়ে।


পথিক : তাইতো বলি এমন করে
          ছুটছ কেন রোজ সকালে,


শ্রমিক : কর্মে কোনো নিন্দা নাই
          গুণীজনে তাইতো বলে।


১৪/২/২০১৮ সময় রাত। ৩:৫৯