শীতের দিনে,মনের উষ্ণ  আমেজে,
পিঠা  উৎসব অনেকের ঘরে,
আপন ঘরে করি পিঠার আয়োজন ,
তখনি তোমার কথা খুব  মনে পরে।


দিন তো থেমে নেই
যাচ্ছে সময়, সময়ের নিয়মেই,
মন তবু থমকে দাঁড়ায়,
তোমার জন্য হাতটা বাড়ায়।


উচাটন মন ভাবে সারাক্ষণ
কেমন করে কাটে, তোমার ক্ষণ,
একা একা হায় ভাবি নিরালায়
জানিনা কেমন করে, তোমার সময় যায়।


বাঁচার তাগিদে, জীবনের প্রয়োজনে
আপন ঘর ছেড়ে, রয়েছ আজ বহুদূরে।
ছোট ছোট ছেলেমেয়ে যখন,
বাবার বায়না ধরে, শান্তনার সুরে বলি
সবুর কর আসবেন তিনি, বছর পরে।


হায় রে  প্রবাস, ছিনিয়ে নিল মুখের হাসি
জীবন থেকে হারিয়ে গেলো দুই'টি বছর,
বুকে ব্যথা, চোখেরজল লুকিয়ে বলি
আগামীবছর তুমি আসবে আবার।


৮/১/২০১৮ সময় রাত ১:৪২