তোমাকে চেনা হলো না , তুমি সামনে এলে এক
দূরে গেলে আরেক, এখনো বুঝে উঠতে পারিনি আসলে প্রকৃত কোন'টা আসল তুমি।
তোমার অগোছালো ডায়রির পাতা বলে দেয়। তোমার ভুবন শূন্যতা আমিময়, কিন্তু তোমার উপস্থিতি আমাকে অবহেলার চাদরে ঢেকে রাখে।
এ কেমন তুমি? আমি সত্যি তোমায় বুঝিনা।


জানো অভিমানে আমিও কিছুটা নীরব হয়ে রই
শুধুই এতটুকুই ভরসায়, এই বুঝি তুমি এলে।
কিন্তু না তোমার আর ফেরা হয় না, নিরাশ হয়েই ফিরে আসতে হয়, আমাকে। হৃদয়ের অব্যক্ত কান্নায় ক'ফোটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে।
সে জল তোমাকে স্পর্শ করেনা, শুধু একা আমার অনুভূতি।


দিনের আলোতে তোমাকে কোথাও খুঁজে পাইনা,
অলিতে-গলিতে, রাজপথের মোড়ে কোথাও তুমি নাই, তোমার শূন্যতা যখন আমার চারিদিক ঘোলাটে করে দেয়, মনে হয় যেন এক অচেনা পৃথিবীতে আমি আছি। তুমি ছাড়া দিনের আলো রাতের আধাঁরকে হার মানায়।


অবশেষে আবার মন ভিজাই তোমার পরিত্যক্ত ডায়রির পাতায়, যেখানে আছে তোমার না বলা কথাগুলো, অনেক নামে লেখা অসমাপ্ত চিঠিগুলো, যে লেখার মাঝে অনেক আকুতি করে লেখা থাকে যদি পারো একবার বৃষ্টিতে ভিয়ে নিও, বৃষ্টিজল হয়ে তোমায় ছুঁয়ে দেবো।


যে চিঠির শেষ লাইন টাতে লেখা থাকে, ভালো থেকো প্রিয়তমা....


১/৪/২০১৮ সময় সন্ধ্যা ৬:১৭