বৃষ্টি রাতের ভেজা পাতা
অলস দুপুর মাথায় ছাতা
কোকিল কন্ঠে কুহু তান
ময়না পাখির মিষ্টি গান
গুড়ের গন্ধে পিঁপড়ে আসে
মেঘের ডাকে  চাতক হাসে
গ্রাম্য বঁধুর কলসী কাঁখে
পথ যে হারায় পথের বাঁকে
পালকি কাঁধে চার বেহারা
হুম-না হেঁকে আসছে তারা
নদীর জলে নৌকা বেয়ে
আসছে গ্রামের দামাল মেয়ে
বনের মধ্যে আঁধা-আলো
কুঁড়ে ঘরে পিদিম  জ্বালো
ভাতের গন্ধে মন উতলা
মিটবে এবার খিদের জ্বালা
রাত যে নামে গভীর হয়ে
ঘুমের দেশে  স্বপ্ন নিয়ে।