জীবন আমার ফুরিয়ে গেছে
আসবে সেদিন ভয়ঙ্কর,
মরতে আবার ভয়টা কীসের
আসবে যখন কীসের ডর?
মরার আগে বাঁচতে হবে
বাঁচার খোরাক নাও খুঁজে
জীবনটা নয় ফেলনা যেন
সইব না আর মুখ বুঁজে।
কী যে পেলাম কী হারালাম
হিসাব এখন করব না
স্বাধীন ভাবে বাঁচতে যে চাই
মরার  আগে মরব না।
জীবনের এই শেষ বেলাতেও
চাইব সবার আশীর্বাদ
সবার মাঝে থাকতে যে চাই
এটাই এখন মনের সাধ।
বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে
সুখের দিশা নাই দিলে
একটু ভেবে দেখো আমায়
সুখ দিলে না দুখ দিলে।
সবার মাঝে থাকতে পেলে
ধরবে না আর ভয়ের জ্বর
নয়তো পলে পড়বে মনে
শেষের সেদিন ভয়ঙ্কর।