ঝরণা ঝরনা অপরুপা ঝরণা
চঞ্চল চরণে স্বর্ণালী বরণা ,
কলকল শব্দে মুখরিত চারিদিক
উচ্ছল যৌবন উজ্জ্বল ঝিকিমিক ,
উল্লাসে বয়ে যায় কোন বাধা মানে না
আজীবন পথ চলা থামতে সে জানে না ,
তোর মত যদি হতে পারি আমি ভাবি তাই
তোর মত বয়ে যাব কোনোখানে বাধা নাই ,
তাই যদি হতে পারি গিরি বন ছাড়িয়ে
তরতর নেমে যাব সমতল পেরিয়ে ,
ঊর্বর হবে ভূমি ফসল ফলবে
কোথা হতে এত জল সব্বাই বলবে ,
কাউকে বলব না কেউ নাতো জানবে
ভাববে সবাই প্রকৃতির দান এ ,
থাকবে না অনাহার থাকবে না কোনো ক্লেশ
রবে সুখে কৃষকেরা ভাবি তাই হতো বেশ ।