ছন্দরীতিঃ- স্বরবৃত্ত  


তুমি এসো বন্ধু আমার,সবুজ-শ্যামল গাঁয়,
ভরা খেতে সোনা ফসল,হাঁটব খালি পায়।
রোদে পুড়ে বৃষ্টি ভেজায়,করব কত কাজ,
শ্যামল-ছায়ার তলে বসে,অন্ন খাবো আজ।
ঘামে ভেজা সারাদেহ,ফিরে আসি বাড়ি,
লাল-গামছাটি হাতে নিয়ে,পুকুরপাড়ে ছাড়ি।
গোসল শেষে গল্প করে,মেঠো পথে হাঁটি,
ছোট খুকি বসে আছে,নিয়ে শীতলপাটি।
রান্না আছে কচুরলতি,ছোট মাছ যে পুঁটি,
মজা করে খাবো দু'জন,হাতে ছিঁড়ে রুটি।
কুটোর চালে ছাউনি ঘেরা,ছোট একটি রুম,
ক্লান্ত দেহে শুয়ে পড়লে,চোখে আসে ঘুম।
স্বপ্ন দেখি তোমায় নিয়ে,কাঁদে আমার মন,
সবুজ-শ্যামল গাঁয়ে তোমার,রইল আমন্ত্রণ।