উৎসর্গ ঃ মোছাঃ শিউলী খাতুন এর স্মরণে।


প্রতিদিন ভোর হলে
ছেড়ে যায় বাড়ি,
হাঁটি হাঁটি পায়ে পায়ে
পথ দেয় পাড়ি।


দলবেঁধে মিলেমিশে
করে কত খেলা,
জলের মাঝে ডুব দিয়ে
ধরে মাছ চেলা।


ঠোঁট দুটি নেড়ে নেড়ে
জোরে দেয় ডাক,
খুরে ফিরে সারাদিন
খায় শুধু পাঁক।


পাখা দুটি মেলে মেলে
জোরে দেয় ঝাড়া,
দেহ থাকে জলের পরে
সোজা হয়ে খাড়া।


বেলা ডোবে নীল আকাশে
নদীর কূল ছাড়ি,
সন্ধ্যা হলে দলেদলে
ফিরে অাসে বাড়ি।
-----০-----


হাজরাকাটি, মনিরামপুর, যশোর।
রচনাকাল
২১/৯/১৬