ছন্দরীতি :- স্বরবৃত্ত


আঁধার শেষে জমিন জুড়ে
নেমে আসে ভোর,
সবাই মিলে একসাথে
তোলে ডাকে জোর।


মসি বরণ গায়ের রঙ যে
শ্যামল বরণ চোখ,
পালক ঢাকা সারাদেহ
অাকাশ পানে ঝোঁক।


পাখা মেলে উড়ে চলে
যায় যে বহুদূর,
শূন্য মার্গ পাড়ি দিয়ে
খায় যে শুধু ঘুর।


দলবেঁধে সব মিলেমিশে
করে কত লেখা,
আহার খুঁজে সারাটাদিন
কেটে যায় যে বেলা,


আকাশ পানে উড়ে চলে
দেখি যে এক ঝাঁক,
সুন্দর এই জগত মাঝে
বাস করে যে কাক।