পুষ্প নামের মত ফুটন্ত রয় অত,
দাতার তৈরী যত আদরে ডাকে তত।
নয়ন দূরে ছুটে পুষ্প নামেই ওঠে,
তার সুবাস পেতে অলি ওঠেনি মেতে।
মনের কণ্ঠে রয় বাস্তব পাঠে কয়,
উজ্জ্বল হয় যত নামের নেই ক্ষত।
অটল করে মাখা পুষ্প নামেই রাখা,
আবেগ দেয় ধরা চিত্ত প্রসূনে ভরা।


নিপুণ হয়ে ওঠে সহন সহে ফোটে,
ভানুর রৌদ্র আসে মস্তকে ছত্র ভাসে।
ঊধ্বের রুপে আঁকা নামটি নাহি বাঁকা,
বারি নামায় কত সর্বজ্ঞ কাছে নত।
কুসুম সাথে মুড়া তার নামের জুড়া,
হেরি নয়নে চেয়ে পুষ্প নামের মেয়ে।


---------০--------