আসমান পানে উড়ে যায় যত দূরে,
দেশ বিদেশ থেকেই আসে তবে ঘুরে।
উড়াউড়ির কাজেতে বাঁধা নাহি হয়,
গগনের সর্ব পাশে তারাই করে জয়।
সূর্যের আলো পড়ে সাদা মেঘের গায়ে,
নভোমন্ডল পথের দিকে চলে ধেয়ে।
শৈল চূড়ার মত দেখতে লাগে ভালো,
বিচ্ছিন্ন ভাবে তারা ছড়িয়ে দিল কালো।


দিবা রজনী চলে সবার আছে জানা,
বিধাতার আদেশ নিম্মে চলার মানা।
আঁধার রাতি হলে যায়না দেখা তারে,
পড়ে আছে তারা বিহীন নীলের পারে।
বায়ুর সাথে মিশে এখনো করে খেলা,
দেখি চেয়ে গগনে সাদা মেঘের ভেলা