হয়নি সকাল, আঁধার কালো
          চারিপাশে ঢাকা,
বাঁশ বাগানে , জোনাক ওড়ে
          মেলে দুটি পাখা।


দূর আকাশে , চেয়ে দেখি
         জ্বলে অনেক তারা,
গাছে গাছে , পাখি ডাকে
          খুশিতে মন হারা।


জগত জুড়ে , শীতল হাওয়া
           গাছে নড়ে পাতা,
ঘরে ঘরে , মোরগ ডাকে
           উঁচু করে মাথা।


চারিপাশে ,  ডানা মেলে
        ওড়ে কতো পোকা,
ঘুমের শেষে ,  সকাল হলে
         জেগে ওঠে খোকা।


২৬/৪/১৮
রচনাকাল