মাত্রাবৃত্ত ছন্দ :৫+৫+৫+২=১৭


জোছনাহীন আঁধার রাতে
বসেছি আমি একা,
বিশাল ঐ নীল আকাশে
তারকা চেয়ে দেখা।


আমায় দেখে তারারা বলে
একলা কেন কবি?
আমার প্রেমে বিভোর হয়ে
ভুলে গিয়েছ সবি।


আমি যে থাকি দূর আকাশে
তুমি ধরার বুকে,
আমায় নিয়ে কেমন করে
থাকবে তুমি সুখে?


রচনাকাল
৩/৫/১৮