।।চিঠির বাক্স।। 


।পিয়ালী চ্যাটার্জী।


চিঠির পাতা হারিয়ে গেছে,খোঁজ পাইনা খামের,
ডাকটিকিটের বইটা ছিল,টিকিট নানান দামের।


দুপুরবেলায় দরজা নাড়া,পিওনদাদার চিঠি,
কোথায় যেন ঝাপসা লাগে হারিয়ে যাওয়া স্মৃতি।


দরজা খুলে দৌড়ে খুঁজি চিঠির বাক্স খানা,
গুরুজনের চিঠি হলে খামটা খোলাও মানা।


পোস্টকার্ডের খোলা চিঠি-দাদু ঠাম্মার লেখা,
"শ্রীচরণেষু","ইতি তোমার..",তাদের কাছেই শেখা।


"কেমন আছো?ভালো আছো?"..আদরমাখা খাম,
সজীব হাতের স্পর্শ তাতে আমার লেখা নাম।


এখনো সব যত্নে আছে বইয়ের ভাঁজে রাখা,
আর আসেনা পিওনদাদা,চিঠির বাক্স ফাঁকা!


এখন সব ফোনেই খবর,"কেমন আছিস,বল্?
ও কে,সি ইউ,টেক কেয়ার,দেখা হবে, চল্।"


কিম্বা খোঁজো হোয়টস্আপে তে মেসেজ আছে রাখা।
আর আসেনা পিওনদাদা,চিঠির বাক্স ফাঁকা।।


(১১/০৫/২০১৭)