।। গোলাপ কাঁটা।।


। পিয়ালী চ্যাটার্জী।


বায়না ছিলো জুঁইয়ের মালা আনবে দুই জোড়া,
আনলে সাথে খুব সাজানো লাল গোলাপের তোড়া।
কাঁটা ছিলো গোলাপতোড়ার পাতার ফাঁকে ফাঁকে।
আমি কাঁটার ফাঁকে আলতো করে ছুঁলাম গোলাপটাকে।
তোমার দেওয়া গোলাপ তোড়া..
আচ্ছা,গোলাপ দিলে কেন !
ফুলের ঘা এ মূর্ছা না এ,কাঁটার আঘাত যেন!
সূর্যমুখি কিংবা ধরো গন্ধরাজের তোড়া
এমন যদি দিতে এনে আমার দুহাত জোড়া,
শুধুই তখন পেলব ছোঁয়া আমার কোমল হাতে,
তবু তুমি গোলাপ দিলে কাঁটাও দিলে সাথে।


গোলাপ এখন শুকিয়ে গেছে ঘরের কোণে পড়ে,
এমন গোলাপ কেন দিলে পাপড়ি শুধু ঝরে!
কাঁটার আঘাত মিলিয়ে গেছে গোলাপ ধরা হাতে
এবার যখন আসবে একটা আয়না এনো সাথে,
আর এনো জুঁইয়ের মালা,গন্ধরাজের তোড়া,
সাজবে মালায় আয়না দেখে বেণীর বাঁধন জোড়া।
গন্ধরাজের সুবাস যাবে ঘরের প্রতি কোণে,
সাজ দেখতে সেদিন এসো আয়না দেখা মনে।।


(১৯/০৭/২০১৭)