।। হাতেখড়ি।।


লিখতে আমরা ভুলে গেলাম কবে!!


লেখার খাতার খোঁজ মেলাই ভার
শিখেছিলাম খাতার ওপর লেখা,
স্লেটের ওপর চকটা দিয়ে শুরু
পেন্সিল আর পেনটা পরে শেখা।
দেবীর পায়ে প্রথম হাতেখড়ি
অ আ ক খ বাংলা ভাষায় শুরু,
হাতটা ধরে চকের আঁকিবুকি
মা ই আমার প্রথম শিক্ষাগুরু।
তারপরে তো নার্সারিতে ক্লাস
ব্লাকবোর্ডে দিদিমণির আঁকা,
রুলটানা সে কাগজ ছিলো খাতার
এ বি সি ডি এদিকওদিক বাঁকা।
রাবার ছিলো গন্ধমাখা কত
মোছার থেকে শোঁকার কাজই বেশী,
পেন্সিল আর কলের মুখে ঘুরে
লম্বা শীষে চলতো রেশারেশি।
পেনটা ধরা বারণ ছিল তখন
পাকা হোক কচি হাতেরলেখা,
বিন্দুগুলো বৃত্তাকারে ঘোরে
বাধমানেনা হাতের সরলরেখা।
দোয়াত কলম সে তো ইতিহাস
ফাউন্টেনপেন ভাঙলো কত নিব,
অফিস ফেরত বাবা আনবে কিনে
নতুন কলম আশায় উদগ্রীব।
জেল ও ডটের পরে আগমন
খাতার পাতায় গরগরিয়ে লেখা,
এখনতো সব স্মার্টফোনের মেমোয়
লেখা কিন্তু স্লেটের ওপর শেখা।
এখন জানি কোয়ার্টি কি প্যাড
রিদমিকে বাংলাভাষা আসে,
কিন্তু প্রথম হাতেখড়ির লেখা
চকের রেখায় স্লেটের ওপর ভাসে।।


। পিয়ালী চ্যাটার্জী ।
(০৮/০৭/২০১৭)