।। কৃষ্ণচূড়া ব্যতিক্রম।।


। পিয়ালী চ্যাটার্জী ।


রঙ বদলানো আজকাল বুঝি মানুষের এক স্বভাব,
ব্যাক্তিগত অধিকার? নাকি নিরাপত্তার অভাব!
বদলায় রঙ আজকাল সব পরিস্থিতির ফেরে,
সুখের দিনে সাথেই আছে, দুঃখে যাবে ছেড়ে।
বিশ্বাস তো কমেই গেছে,অবিশ্বাসই বেশী,
সব সম্পর্কের ভেতর যেন নীরব রেশারেশি।
মনের কথা মুখ জানেনা, মুখের কথা মন,
মুখের সাথে মনেরও রঙ পাল্টায় প্রতিক্ষণ!


কৃষ্ণচূড়া, কেন তুমি মানুষ হলে নাকো?
শীত গ্রীষ্ম বর্ষায় লাল আগুন জ্বালিয়ে রাখো!
তোমার প্রেমেই পরা ভালো,ঠকার আশা কম,
মানুষ তো রঙ বদলায়,কিন্তু তুমি ব্যতিক্রম!


(১৪/০৬/২০১৭)