।।পুরনো প্রেম।।


।পিয়ালী চ্যাটার্জী।


মনে করো...
গলির মোড়ে দেখা হল বছর কুড়ি পরে
তোমার সাথে আমার সাথে এমনি হঠাৎ করে।
অনেক দিনই ছিঁড়ে গেছে চেনা সুতোর টান,
পদবীটা বদলে গেলেও একই আছে নাম।
কবেই গেছে রোজনামচা গল্পপাঠ চুকে,
তাও খুঁজেছি যেমন খোঁজে সবাই ফেসবুকে।
কুড়ি বছর ভাঙাগড়া বদলেগেছে মুখ,
প্রোফাইলফটো খুঁজতে গেলেও হবেইতো ভুলচুক।
তাই ভেবেছি যদি মেলে স্কুলকলেজের নাম,
সে চেষ্টাও ব্যর্থ ছিলো এমনই বিধি বাম।
হুম্ ,দেখেছি চেনাজানার ফ্রেন্ডলিস্টটা ঘেঁটে,
বছর সাতেক খোঁজার ফাঁকে এমনি গেছে কেটে।
বাকিটা তাই কল্পনাতে রোজ চিন্তার ঘোরে
হঠাৎ যদি দেখাহোলো এমনি গলির মোড়ে,
বৃষ্টিছাঁটে ভেজা শাড়ি,হালকা এলো চুল,
সেই চাউনি একই আছে কোথাও নেই ভুল।
পেরিয়ে গিয়েও কৌতুহলে পেছনে দেখো ফিরে,
সেই কি তুমি!আশার আলো মনের ভেতর ঘিরে।
হাল্কা হাসি ঠোঁটের কোণে! নাকি মনের ভুল,
বৃষ্টিছাঁটে ভেজা শাড়ি হালকা এলো চুল।
বলবো কথা? খুঁজছি ভাষা চোখের কোণে জল,
কিন্তু..আমিতো চুপ থাকতাম,তুমি বলতে অনর্গল।
মোবাইল তখন দূর অস্ত, কয়েন ঢালা ফোন,
গল্প করার আস্তানাটা ফোনবুথের ওই কোণ।
হিজিবিজি আবোলতাবোল যাখুশি তাই বলে,
একটাকাতে ঘন্টামিনিট এমনই যেত চলে।
দেখা শুধু সিনেমাহল ভিক্টোরিয়া মাঠ
বাস পেরিয়ে ট্রাম পেরিয়ে পুড়িয়ে খড়কাঠ,
পাঁচটা বাজে ছটা বাজে অপেক্ষাতে বসে,
মোবাইলও নেই ফোন করে যে হিসাব নেব কষে।
এখনতো মোবাইল হাতে সারাক্ষণই বাঁধা,
কন্টাক্টে সবাই আছে,শুধু তোমার নামেই সাদা।
কল্পনাতে তুমি আছো চেনা গলির মোড়ে
আবার হবে হঠাৎ দেখা বছর কুড়ি পরে।।