।।রোদ বৃষ্টির খেলা ২।।


   । পিয়ালী চ্যাটার্জী ।


আজ রোদ গিয়েছিলো বৃষ্টির বাড়ি,
সকালবেলায় দেখলাম জানলা দিয়ে।


বৃষ্টি তখন মুষলধারা নিয়ে
ভর্তি করে নিচ্ছিলো তার ঝুলি,
জলকে চল সঙ্গীসাথী নিয়ে
কুমিরডাঙ্গা খেলছিলো বুলবুলি।
ঝিরঝিরানি রাতের থেকেই শুরু,
ঘুমপাড়ানি গানের মত ঝরে,
ঘুমভাঙানি পাখির ডাকে ভোরে
মুষলধারায় নামলো নতুন করে।
সবুজ শাড়ি চপচপিয়ে ভেজা
আঁচল দিয়ে চুইয়ে পরে জল,
কাজলকালো লেপটে গেলো চোখে
এলো হলো কালো চুলের ঢল।
বৃষ্টিকে আজ লাগছিলো তো বেশ
ঠিক যেন এক নতুনবধূ গাঁয়ের,
ঝিনিকঝিনিক্ নুপুর জোড়া বেঁধে
ছন্দ শুনি আলতামাখা পায়ের।
দমকা হাওয়ার হঠাৎ আগমন
বৃষ্টি ছিলো ছোট্টবেলার সই,
এক্কাদোক্কা খেলার উঠানঘর
নতুন জমা জলে থৈ থৈ।
এমনসময় দরজা কড়ানাড়া
বৃষ্টি আছিস?মুখ বারিয়ে খুঁজি,
রদ্দুর তো আসার কথাই ছিলো
বৃষ্টি তবে ভুলেই গেছে বুঝি।
"না রে,আমি এইতো, এসে বস,
দুপুরবেলার গল্প করি দুটি,"
বৃষ্টি বলে"এইতো দুটো মাস
তারপর তো সারাবছর ছুটি।"
রোদ বলে"তুই থাক না বছরভর
গল্পখেলা জমবে আরো বেশী,
মেঘের ভেতর মুখ লুকাবো আমি
হাওয়ার সাথে করবি রেশারেশি।"
এমনি কথায় বয়েই গেলো বেলা
অদলবদল রোদ বৃষ্টির বাড়ি,
হাওয়ায় শুকায় রোদের গায়ে মাখা
বৃষ্টিভেজা হালকা হলুদ শাড়ি।।


(০২/০৭/২০১৭)