।। শ্রাবণ বিদায় নিলো।।


ক্যালেন্ডারের পাতা থেকে শ্রাবণ বিদায় নিলো।
ভাবলাম,কিছু দুঃখ করি মনে
বলি- শ্রাবণ,থেকে যাও।
কিন্তু পরক্ষণে
ভাবি,ভাবনা বিলাসিতা।
আমরা শুধু মেঘের কথা ভাবি,
বর্ষা ঝরুক আরো,এমন করি দাবী।
কিন্তু
বন্যায় ডুবছে কত গ্রাম
আমরা ভাবছি কি তা?
শ্রাবণ নিয়ে শুধু ভাবনা বিলাসিতা!
জমা জল কোথাও বিশবাঁও।
তখন ভাবি মনে
শ্রাবণ, তুমি যাও।


শ্রাবণ,এবার তুমি এলে
এনো ঝরার মাপকাঠি,
একটু ঝাপসা হবে আকাশ
একটু সোঁদা মাটি।
ইলশেগুঁড়ি হতে পারে হাল্কা হাওয়ায় মাখা।
কিন্তু ঝরবে অবিরাম,এমনটা মানা,
কাজটা তোমার সেই ঝরার হিসাব রাখা,
সিঁদুররাঙা মেঘ জমলো কয়খানা।
উচ্ছলতা প্রকাশে কঠিন বাঁধন মানা।


ভাদর মাসেও ঝরতে পারো
ঝিরঝিরানির মত,
আর যদি ভাবো
কঠিন রাখা হিসাব অতশত
তাহলে নীল আকাশই দাও,
কাশফুল আর পেঁজা তুলোর মেঘ,
শরৎ আসুক ঘরে,
শ্রাবণ, তুমি যাও।।


। পিয়ালী চ্যাটার্জী।


(২০/০৮/২০১৭)