যে নগর সাজিয়েছো তুমি পুষ্পে পুষ্পে
জ্বেলেছো সহস্র মশাল, হয়েছো অঙার
একটু জিরোবে নেই এমন উদ্যান
নেই পুস্কুরিনী মুখে দেবে জলের ছিটা
হাইব্রীড জরায়ুতে ফুটেনা আজ গর্ভফুল।


হে বৃক্ষ
কৃতঘ্ন্রের শিয়রে রাখা ছায়াটুকু
ফিরিয়ে নিয়ে চলে এসো।
চলে এসো এই হৃদয়-নিগমে
ধাঙর নারীরা রাঙাবে পানখাওয়া ঠোঁটে।


মায়ের পেটে মেখেছে পলি
গর্ভে নিয়ে হবে আজ নিশ্বাসের ঋণ শোধ
ছাদে জমা বৃষ্টির জল শৈবালের গন্ধ
পুরনো ইস্কুল ভবন সোনা-ব্যাঙ
অপেক্ষায় তোমার।


অপেক্ষায় শিঙ্গা হাতে বৃদ্ধ বেদে
মাথায় পৃথিবীর প্রাচীন মেঘ বুকে হাহাকার
সাহারা থেকে হারিয়ে যাওয়া একমুঠো গুল্ম-বীজ।


হে বৃক্ষ চলে এসো
চলে এসো এই হৃদয়-নিগমে।